সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ

‘সরকারের লক্ষ্য পূরণে সমবায় সংগঠনগুলো অগ্রণী ভূমিকা রাখছে’

হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে উন্নয়নের অন্যতম প্রায়োগিক পদ্ধতি হিসেবে বিবেচনা করেছিলেন। সমবায় সম্পর্কে বঙ্গবন্ধুর চিন্তাধারা ছিল গভীর এবং ব্যাপক। বিনিয়োগসহ উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিসহ নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে সমবায় একটি কার্যকর পদ্ধতি।

তিনি বলেন, সরকারের লক্ষ্য পূরণে দেশের সমবায় সংগঠনগুলো অগ্রণী ভূমিকা রাখছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে আমরা সক্ষম হব।

শনিবার (৪ নভেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ স্লোগানে জাতীয় সমবায় দিবস-২০২৩ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প জীবিকায়ন কর্মকর্তা সাকিল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী, ওসি অপারেশন আব্দুল কাইয়ুম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুর উদ্দিন বীরপ্রতিক, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমেদ খান, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ ফয়ছল তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‌্যালি অনুষ্ঠিত হয়।

এরপর আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস নিয়ে তাৎপর্যপূর্ণ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জিতেন্দ্র সরকার। পরে ২০২১-২২ অর্থ বছরে উপজেলার সর্বাধিক রাজস্ব প্রদানকারী ৩টি সমবায় সমিতিকে সম্মননা স্মারক প্রদান করা হয়।