সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশারফ হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্ম-গোত্রের মানুষ যুদ্ধ করে অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র গঠনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সবাই একসাথে সম্প্রীতির মাধ্যমে বসবাস করার জন্য আত্মত্যাগ করেছিলেন। সম্প্রতি ধর্মীয় বিভাজন সৃষ্টি করে গুজব রটিয়ে একটি মহল সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকবে হবে এবং সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে দেশকে এগিয়ে নিতে হবে।
বিভাগীয় কমিশনার আরও বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম। এখানে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। ইসলামসহ সকল ধর্ম অন্য ধর্মের প্রতি সম্মান দিতে শিখিয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে জকিগঞ্জ উপজেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে সমাজে শান্তি ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করতে হবে। এক্ষেত্রে জাতি, ধর্ম নির্বিশেষে একসাথে কাজ করতে হবে। কেউ রাষ্ট্রকে অস্থিতিশীল করার ও সমাজে ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করলে পুলিশ জনগণকে সাথে অশুভ শক্তিকে পরাজিত করবে।
বিশেষ অতিথির বক্তব্যে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। সংখ্যালঘু শব্দটি শুনতে চাই না আমরা। একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাতি, ধর্ম নির্বিশেষ সকল মানুষ আত্মত্যাগ করেছে। সুখী, সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে হবে।
জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যান লোকমান আহমদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর ছবুর, নারী ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, মুক্তিযোদ্ধা কমান্ডার খলিল উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল আহাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা রাজিব চক্রবর্তী, অধ্যক্ষ শিহাব উদ্দিন, অধ্যক্ষ আজির উদ্দিন, জকিগঞ্জ থানার ওসি মোশারফর হোসেন, ইউপি চেয়ারম্যান আবু জাফর মো. রায়হান, আপ্তাব আহমদ, প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, আওয়ামী লীগ নেতা এম এ জি বাবর, পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, সহ-সভাপতি সজল কুমার বর্মণ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, জ্যোতিষ চন্দ্র পাল প্রমুখ।