সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বালুচর আঞ্চলিক শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন দোয়েল রায়।
১১ সদস্য এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন রাজন চন্দ্র দাস ও বিশাল গৌড়। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন পূর্ণিমা রানী দাস।
কমিটির সদস্যরা হলেন, স্বপন চন্দ্র দাস, রূপা দাস, পার্থ দাস রাহুল, সুমি আক্তার, আনন্দ মাল শুভ, পূর্ণিমা সূত্রধর রাই ও শিতু দাস।
এদিকে কমিটি গঠন উপলক্ষে শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বালুচর আঞ্চলিক শাখার এক সভা অনুষ্ঠিত হয়।
দোয়েল রায়ের সভাপতিত্বে ও বিশাল গৌড়ের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, সদস্য সুমিত কান্তি দাস পিনাক ও মিসবা খান প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, ‘আজকে সারা দেশেই টাকার বিনিময়ে শিক্ষাকে বিক্রির এক উৎসব চলছে। এ দেশের মুক্তি সংগ্রাম তথা সকল ছাত্র আন্দোলনেই সবার জন্য বিনামূল্যে শিক্ষা ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার আকাঙ্খা উচ্চারিত হয়েছিল। কিন্তু আজ শিক্ষাকে শুধু টাকার বিনিময়ে বিক্রি নয়, শিক্ষাক্ষেত্রে সাম্প্রদায়িক কুপমন্ডুকতা ও টেকনিক্যাল বিষয়বস্তুর বিস্তার করা হচ্ছে। যা শিক্ষার মর্মবস্তুকে ধ্বংস করে দিচ্ছে।’
নেতৃবৃন্দ বলেন, ‘কাগজ, কলমসহ শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধি পেয়েছে। পর্যাপ্ত আয়োজন, অবকাঠামোসহ আনুষাঙ্গিক সুবিধা বৃদ্ধি না করে চালু করা “শিক্ষাক্রম-২১” শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় ডেকে আনবে।’