বিজয়ের মাস ডিসেম্বর। স্বপ্ন দেখার মাস ডিসেম্বর। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বিজয়ের মাস ডিসেম্বরের ১৪ থেকে ১৬ ডিসেম্বর ২০২৩ শ্রুতি সিলেট আয়োজন করেছে তিনদিন ব্যাপী শ্রুতি বিভাগীয় আবৃত্তি উৎসবের উদ্বোধনী এবং সিলেট বিভাগীয় অনুষ্ঠানের।
অনুষ্ঠান মালার সূচনা পর্বে প্রথমদিন ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কবিতা পাঠের আয়োজন- ‘আমরা তোমাদের ভুলবো না’। থাকবে একক এবং সমবেত আবৃত্তি পরিবেশনা, কবি কন্ঠে কবিতা,পুঁথিপাঠ,নৃত্য। এতে উপস্থিত থাকবেন নন্দিত আবৃত্তিশিল্পীবৃন্দ। দুটি পর্বে আয়োজিত প্রথম দিনের অনুষ্ঠানের প্রথম পর্বে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের সদস্যসচিব বরেণ্য আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী।
সমবেত পরিবেশনায় অংশগ্রহন করবে চারুবাক, পাঠশালা, দ্বৈতস্বর, নৃত্যরথ, মুক্তাক্ষর, দীপ্তর্শী, নৃত্যসুধা, ললিত মঞ্জরী। কবি কন্ঠে কবিতায় অংশগ্রহন করবেন কবি মোস্তাক আহমদ দীন, কবি জফির সেতু, মোহাম্মদ হোসাইন, পুলিন রায় এবং সুমন বনিক। একক আবৃত্তি পরিবেশন করবেন নন্দিত আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল, শামীমা চৌধুরী, জ্যোতি ভট্টাচার্য, নন্দিতা দত্ত, নাজমা পারভীন প্রমুখ। উপস্থিত থাকবেন সিলেটের বিভিন্ন জেলা হতে আগত অতিথি শিল্পীবৃন্দ।
উৎসবের দ্বিতীয় দিন ১৫ ডিসেম্বর ২৩ শুক্রবার সকাল ১০ টায় সারদা হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বিষয় ও বিভাগ ভিত্তিক আবৃত্তি প্রতিযোগিতা। বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে শহিদ স্মৃতি উদ্যান, সিলেট ক্যাডেট কলেজ অভিমুখে কবিতার মিছিল। উৎসবের তৃতীয় দিনে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে আলোর মিছিল।
উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় তিনদিনব্যাপী আবৃত্তি উৎসব পরবর্তীতে চট্টগ্রাম, ঢাকা, রংপুরসহ বিভাগীয় শহর গুলোতে অনুষ্ঠিত হবে। আয়োজনমালায় সবার উপস্থিতি একান্ত কামনা করা হয়েছে।