শ্রীমঙ্গলে চোরাই চা পাতা উদ্ধার, ইউপি সদস্যসহ আটক ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চোরাই চা পাতাসহ সজীব খান (২৩) ও এজাহারভুক্ত আসামি পিন্টু কুর্মী (৫০), আখাউড়া ইমিগ্রেশন পুলিশ কতৃক আটক হওয়া ইউপি সদস্য পিয়াস দাশকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই সুজন তালুকদারসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে (শ্রীমঙ্গল থানার মামলা নং-২৬, তারিখ: ২৮/১০/২০২৪ খ্রিঃ, জিআর ২৫১/২০২৪ খ্রিঃ এর এজাহারনামীয় আসামি পিন্টু মাদ্রাজী কুর্মীকে (৫০) গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত পিন্টু উপজেলার উদনাছড়া চা বাগান এলাকার মৃত আনন্দ মাদ্রাজী কুর্মীর ছেলে।

অপর এক অভিযানে এসআই সজীব চৌধুরীসহ পুলিশের একটি টিম উপজেলার লাখাইছড়া চা বাগান এলাকা থেকে ২৪০ কেজি চাপাতাসহ সজীব খান (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত সজীব খান সিন্দুরখান ইউনিয়নের নয়াগাঁও গ্রামের আব্দুল আওয়াল এর ছেলে।

এসআই সজীব চৌধুরী জানান, চোরাই চা পাতা বুঝাই করে সিএনজি অটোরিক্সা যোগে পাচারের সময় বাগানের পাহারাদার আটক করেন। পরে চা পাতাসহ সজীব খানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়।

এদিকে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় এজাহারভুক্ত আসামি সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য পিয়াস দাশকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ৩ আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।