জাতীয় শোক দিবস উপলক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞলী অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আহসানের নেতৃত্বে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা সিলেট মহাসড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞলী অর্পণ করেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
একই সময় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি শোক র্যালি বের করা হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ্ মো. মুসলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, মোজাহিদ বীন ইসলাম, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, মো. আপন মিয়া, আলমগীর হোসেন টিপু, শ্রীধাম দাশ গুপ্ত, আব্দুল আহাদ ফকির সুনর, এডভোকেট মুহিত মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি মো. ফারুক পাঠান, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কুতুব, যুবলীগ নেতা হেলাল মিয়া, সাব্বির হাসান, অলিদ মিয়া, জুয়েল খান, একরামুল আলম লেবু, জাতীয় শ্রমিক লীগের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সুজন রায়, যুগ্ম আহ্বায়ক হৃদয় পাঠান উজ্জ্বল, শাহ জয়নাল, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোহন মিয়া, বশির আহামেদ সুমন।
পরে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবুর নেতৃত্বে একটি শোক র্যালি বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রেজাউল হক শাওন, তৌসিফ আহামেদ বাবলু, পৌর ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন তুহিন, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইফরান, সিনিয়র সহ সভাপতি ইব্রাহিম পাঠানসহ অনেকেই।
এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুরে কাঙ্গালী ভোজের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।