সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসসহ শোকাবহ আগস্টের বিভিন্ন কর্মসূচি যথাযথ মর্যাদার সাথে পালন করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট মহানগর শাখা।
জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট মহানগর যুবলীগের দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। সোমবার (১ আগস্ট) রাতে নগরীর একটি অভিজাত হোটেলে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সিলেট মহানগর যুবলীগের শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচিগুলো হলো- ‘শোকাবহ আগষ্ট’ শীর্ষক ব্যানার, বিলবোর্ড সিলেট মহানগরীতে প্রদর্শন, ৩ আগস্ট বৃক্ষরোপণ, ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকীতে উপলক্ষে বাদ যোহর শাহজালাল (রহঃ) দরগাহ প্রাঙ্গণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা, ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে বাদ আসর হযরত শাহজালাল (রহঃ) দরগাহ প্রাঙ্গণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ, ১৩ আগস্ট সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত ৩৯ নম্বর ওয়ার্ডে বন্যাদুর্গত মানুষের মাঝে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, ১৫ আগস্ট সকাল ১০টায় জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বাদ যোহর দরহাগ হযরত শাহজালাল (রাঃ) মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল, দোয়া ও মিলাদ মাহফিল শেষে রান্না করা খাবার বিতরণ এবং পরে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গুলশান সেন্টারে আলোচনা সভা।
এছাড়া জাতীয় শোক দিবসে দিনব্যাপী সিলেট মহানগরের সবকটি ওয়ার্ডে জাতির জনকের ভাষণ প্রচার এবং প্রতিটি ওয়ার্ডের উদ্যোগে মসজিদসমূহে দোয়া মাহফিল, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা, ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা দিবসের প্রতিবাদে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখ সড়কে দুপুর ১২টায় মানববন্ধনে যোগদান, ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১ আগস্ট হত্যার উদ্দেশে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের ন্যাক্কারজনক গ্রেনেড হামলার প্রতিবাদে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্দোগে সকাল সাড়ে ১১টায় রেজিস্ট্রারি মাঠে বিক্ষোভ মিছিলে যোগদান, ২৪ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও নারীনেত্রী বেগম আইভী রহমানসহ গ্রেনেড হামলায় নিহত সকলের মাগফিরাত কামনায় সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বাদ যোহর শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদের নিচতলায় দোয়া মাহফিল ও শিরনী বিতরণে যোগদান, ২৭ আগস্ট অসহায় ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ এবং ৩০ আগস্ট শিশু-কিশোরদের নিয়ে শাহ আলম আর্ট গ্যালারিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার কর্মসূচি ঘোষণা করা হয়।
উল্লেখিত মাসব্যাপী সকল কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করার জন্য সিলেট মহানগর যুবলীগের সকল ওয়ার্ড ও মহানগর যুবলীগের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।