শেষ হলো ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট, সমাপনিতে ড. মোমেন

সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে শেষ হলো ২য় সিলেট প্রিমিয়ার লীগ ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচে লিসবন সিক্সার্সকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নাছির আলী ক্রিকেট দল ঝিগলী ছাতক। ফিজা এন্ড কোং এর সহযোগিতায় টুর্নামেন্টটি আয়োজন করে সিলেট ক্রিকেটার্স ফোরাম।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে আলিয়া মাদ্রাসা মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার খেলাধুলায় আন্তরিক। বিশ্বের বুকে ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছে। বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বাংলাদেশের ক্রিকেটার বিশেষ ভূমিকা রাখছে। সেই সাথে দেশের ক্রীড়াঙ্গনে এ সাফল্য নতুন প্রেরণার সঞ্চার হচ্ছে।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে, খেলাই একমাত্র মাধ্যম যা মাদক থেকে দূরে রাখতে পারে যুব সমাজকে তাই খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা চাই খেলাধুলা বিশেষ করে বাংলার ঐতিহ্যবাহী যেসব খেলা হারিয়ে গিয়েছে সেগুলোর পুনর্জন্ম হোক।

এসময় তিনি আয়োজক কমিটি ও সংশ্লিষ্টদের অভিনন্দন এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।

সিলেট মহানগরের তাঁতীলীগের সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা শেখ মো. আবুল হাসনাতের সভাপতিত্বে ও আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মিসবাহ এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির আহমদ। প্রধান আকর্ষণের বক্তব্য রাখেন ফিজা এন্ড কোং প্রাঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বাবুল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খাঁন মুক্তি, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিরণ মিয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিলাদ আহমদ।

উপস্থিত ছিলেন, রুহুল আমিন, ইমতিয়াজ আহমদ জগলু, অপু বিশ্বাস, সাইদুর রহমান সায়মন, জাবেদ আহমদ, মাহিদুল আলম, শফিক আনাম, ইমরান আলী এনাম, ওবেদ আহমদ, শিপলু তালুকদার, দিদার হোসেন, জাহেদ হোসেন তালুকদার, অপু আহমদ।

মাউন্ড এডোরা হাসপাতালের সৌজন্যে ম্যান অব টুর্নামেন্ট পুরস্কার বাই সাইকেল জয়ী হন কাজল আহমদ। মজিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাছুম মিয়ার সৌজন্যে ম্যান অব ফাইনাল এর নগদ টাকা ও ক্রেস্ট গ্রহণ করেন ঝিগলী ছাতকের রাজিব দাস। সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন বাবলা, সেরা বোলার নির্বাচিত হন পিনু।