সিলেট জেলা বিএনপির সভাপতি ও জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সিলেটের প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘পট পরিবর্তনের পর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও অগ্রগতিতে জিয়া পরিবারের অবদান অপরিসীম।পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সমস্ত ক্রীড়া সংস্থাগুলো দলীয় ও পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল।’
তিনি বলেন, ‘দলীয়করণের ফলে দেশের ক্রীড়াঙ্গন আজ জীর্ণশীর্ণ অবস্থায় এসে পৌঁছেছে। দেশের যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে পরিত্রাণ দিতে দেশের ক্রীড়াঙ্গনকে আবারো সচল করার লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।’
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে নগরীর কুমারপাড়ার প্লাটিনাম লাউঞ্জ মিলনায়তনে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে বিভাগীয় পরামর্শ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল করিম ময়ূন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেলসহ প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট আগামী ২৭ ডিসেম্বর রোজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।