
গ্রামে শীতের শুষ্ক মৌসুমে জলাশয় শুকিয়ে মাছ ধরার প্রচলন বেশ পুরনো। এখনো এ ঐতিহ্য বহমান। কিন্তু নগরজীবনে এমন দৃশ্য দেখা যায় না বললেই চলে। বিশেষ করে পরিবারের বড়দের সাথে মাছধরায় শিশুদের অংশগ্রহণের দৃশ্য বেশ উপভোগ্য। আর শিশুরাও মাছ ধরায় অংশ নিয়ে মাছ ধরতে পারুক কিংবা না পারুক কাঁদা-মাটিতে দুরন্তপনায় মেতে উঠেন। যা তাদের কাছে এক উৎসবের আনন্দের মত। যা শহুরে শিশুদের জীবনে দুষ্কর। শিশুদের মাছ ধরার কয়েকটি দৃশ্য ধারণ করেছেন আমাদের শায়েস্তাগঞ্জ প্রতিনিধি সৈয়দ হাবিবুর রহমান ডিউক। ছবিগুলো রোববার (১৭ ডিসেম্বর) সকালে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের সুতাং নদী থেকে তুলা।

