সিলেটের মোগলাবাজার থানাধীন শিববাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম দুলাল চৌধুরী (২২)। এ ঘটনায় আহত আব্দুল আউয়াল চৌধুরী (৪৬) মোগলাবাজার থানায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত।
খবর পেয়ে মোগলাবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
পুলিশ জানায়, সিলেট থেকে ফেঞ্চুগঞ্জগামী অশোক লিলেন্ড কোম্পানির একটি ট্রাক বেপরোয়া গতিতে ছুটে আসলে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই আরোহীদের ১ জন দুলাল চৌধুরী নিহত হোন। আহত হয়েছেন তার বড় ভাই মোগলাবাজার থানা পুলিশের সদস্য আব্দুল আউয়াল চৌধুরী।
মোগলাবাজার থানার সাব ইন্সপেক্টর (এসআই) অর্জুন চৌধুরী জানান, সকালে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন দুই ভাই। এমন সময় দ্রুতগতির একটি ট্রাক বেপরোয়া গতি নিয়ন্ত্রণে না আনতে পেরে সরাসরি ধাক্কা দেয় মোটরসাইকেলে। আহত পুলিশ সদস্যের অবস্থা তেমন গুরুতর নয়। তিনি বাসায় আছেন। এ দুর্ঘটনার তদন্ত চলছে।