শাল্লায় হাসপাতালে চিকিৎসারত প্রতিপক্ষের উপর হামলা, আহত ৫

সুনামগঞ্জের শাল্লায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন আব্দুল হাই নামের এক বৃদ্ধ। ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

এ ব্যাপারে উপজেলার চব্বিশা গ্রামের মো: আব্দুল হাইয়ের ছেলে (আহত) মোঃ আব্দুল রউফ মিয়া বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে শাল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

জানা যায়, গত ২৫ আগস্ট রাতে জায়গা সম্পত্তির জের ধরে বাদী আব্দুল রউফ ও বিবাদী দিলোয়ার হোসেন গংদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে আব্দুল রউফ ও তার পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানে হাসপাতালের জরুরি বিভাগে বিবাদী আবদুল কাউয়ূম, উজ্জ্বল মিয়া, জুলহাস মিয়া ও এমরান মিয়া রোগীদের উপর হামলা চালায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব ও অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাঃ রাজীব বিশ্বাস বলেন আমি শুনেছি দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তিনি বলেন আমি ঘটনাস্থলে এসে একটি পক্ষকে উপস্থিত পাইনি, আরেকটা পক্ষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

চব্বিশা গ্রামের কাওসার মিয়া বলেন, গত ২৫ তারিখ ব্যক্তিগত আক্রোশে বিবাদী দিলোয়ার হোসেনসহ তার লোকজন আমাদের উপর পরিকল্পিত ভাবে হামলা চালায়। আমাদের চিৎকারে গ্রামের অন্যান লোকজন এসে রক্ষা করে এবং আমাদের আহত লোকজনকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনি বলেন সেখানেও দেলোয়ার হোসেনের নির্দেশে তার লোকজন আমাদের রোগীর উপরে পরিকল্পিত হামলা চালায়।

এবিষয়ে অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন মামলা রুজু করা হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা করা হবে।