শাল্লায় শিক্ষা সপ্তাহ পালিত

‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন করেছে সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

সোমবার (১৩ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস রায়ের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ ও নারী ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাশ।

এছাড়া উপস্থিত ছিলেন, ২ নম্বর হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, শাল্লা থানার ওসি মো. আমিনুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. মাসুদ জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের প্রধান খুঁটি প্রাথমিক শিক্ষা। আগে প্রাথমিক শিক্ষার মান বাড়াতে হবে। তাহলেই শিক্ষার্থীদের ভবিষ্যতে ভালো কিছু করার পথ সহজ হয়ে যাবে।

বক্তারা আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে আমাদের শাল্লা একধাপ এগিয়ে। প্রাথমিক শিক্ষা হলো ছাত্র-ছাত্রীদের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন মজবুত করে গড়ে তুলতে হবে।