শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ‘ক্লিন সাস্ট’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে এ কার্যক্রম শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা চেতনা একাত্তর, হাসান রাজা মিলনায়তন, একাডেমিক ভবন ই সংলগ্ন টং দোকান, ইউনিভার্সিটি সেন্টার ও শহীদ মিনার প্রাঙ্গণসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালায়।
বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাঈম সরকারের উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশ নেয়।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাঈম সরকার বলেন, পরিস্কার পরিছন্নতা ঈমানের অঙ্গ। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাতে এবং অন্য শিক্ষার্থীদেরকে পরিবেশ সুরক্ষায় সচেতন করার লক্ষে আমাদের আয়োজন।
সবাই মিলে প্রচেষ্টা চালালে শাবিপ্রবি ক্যাম্পাস সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব বলে আশাবাদী এ শিক্ষার্থী।
এ ক্যাম্পেইনে বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহমেদ আল সোয়াইবি, জসিম লস্কর, আল মামুন, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আনান খান, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী শেখ রিয়ান, বাংলা বিভাগের শিক্ষার্থী মুনতাছির মামুন, সোহানুর রহমান, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শাকিল হাসানসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।