শাবি উপাচার্যের বাংলোর সিসি ক্যামেরার হার্ডডিস্ক গায়েব, থানায় জিডি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের (ভিসি) বাংলোর সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক গায়েবের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া সিলেট মহানগরের জালালাবাদ থানায় ওই জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের বাসভবনের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য একটি কমিটি কাজ করছে। ৯ সেপ্টেম্বর থেকে কমিটি ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শনের সময় অফিসকক্ষে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের হার্ডডিস্ক দেখতে পায়নি। ধারণা করা হচ্ছে, হার্ডডিস্কটি কে বা কারা সরিয়ে ফেলেছে। হার্ডডিস্কের বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা। তবে এতে সংরক্ষিত ফুটেজ অতি গুরুত্বপূর্ণ, যা অর্থমূল্যে মূল্যায়ন করা প্রায় অসম্ভব।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ হারুনুর রশীদ বলেন, ঘটনাটি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’