২০২৫ সালের জানুয়ারিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর দেড়টায় বঙ্গভবনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাতের সময় রাষ্ট্রপতি এ সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানিয়েছেন শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ।
সাক্ষাতকালে শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও গবেষণার অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
এছাড়া শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আগামী জানুয়ারি মাসে ৪র্থ সমাবর্তনের অনুমতি দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। তবে সমাবর্তনের তারিখ এখনো নির্ধারিত হয় নি। সমাবর্তনের তারিখ শীঘ্রই নির্ধারণ করা হবে বলে জানান তিনি।