পরিবহন সেবা বন্ধ থাকলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন।
রবিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিল এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
উপ-উপাচার্য বলেন, হরতাল, অবরোধ ও ধর্মঘট বা কোনো কারণে দেশে যদি স্বাভাবিক জীবন-যাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কিংবা আমাদের পরিবহন সেবা বন্ধ থাকলে সেক্ষেত্রে সকল ক্লাস অনলাইন নেওয়া হবে। অন্যথায় সকল ক্লাস অফলাইনেই চলমান থাকবে।
তিনি আরো বলেন, এছাড়া কোন শিক্ষক যদি প্রশাসনিক কাজ ব্যস্ত থাকে সেক্ষেত্রে ইউজিসির পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী তিনি ২০ শতাংশ ক্লাস অনলাইনে নিতে পারবেন। তবে ব্যাবহারিক ক্লাস ও পরীক্ষা অফলাইনে হবে। সেই ক্ষেত্রে স্ব স্ব বিভাগ শিক্ষার্থীদের সাথে তা সমন্বয় করে সিদ্ধান্ত নেবে।
প্রসঙ্গত, আজ রবিবার দুর্গাপূজার ছুটি শেষে ক্যাম্পাস খুলেছে। কিন্তু হরতালের কারণে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা বন্ধ থাকায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই নগণ্য। এছাড়াও এদিন বেশিরভাগ শিক্ষক তাদের ক্লাস ক্যান্সেল করে দিয়েছে।