শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে দুর্নীতি বিরোধী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে জাতীয় শুদ্ধাচার, বাস্তবায়ন ও দুর্নীতি বিরাধী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সুশাসন প্রতিষ্ঠা করতে প্রধান বাধা হলো দুর্নীতি। এর করাল গ্রাস থেকে মুক্তি পেতে প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তি পর্যায়ে সততা, জবাবদিহিতা এবং দেশপ্রেম জাগ্রত করতে হবে। প্রত্যেকেই নিজের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করলে এ থেকে মুক্তি সম্ভব।
অনুষ্ঠানে উপ-রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। অন্যদের মধ্যে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মস্তাবুর রহমান, অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, অধ্যাপক ড. রহমত আলী, অধ্যাপক ড. মো. আজিজুল বাতেন, অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা উপস্থিত ছিলেন। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।