সুনামগঞ্জের শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পল্লীবিদ্যুৎ, আব্দুল মজিদ কলেজ, শান্তিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সকাল সাড়ে ৮ টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠান উদ্বোধনের পর কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী, যেমন খুশি তেমন সাজো প্রদর্শন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা সুকান্ত সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন, জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জুবায়ের আহমদ, মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন ভুইয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী,
শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিউল ইসলাম তুরান, কার্যকরি সদস্য নাহিদ আহমেদ ও নোহান আরেফিন নেওয়াজ প্রমূখ।
এরপর দুপুরে বিজয় দিবস উপলক্ষে উপজেলার নবনির্মিত ঝিলমিল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।