শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে জন্মাষ্টমীতে শোভাযাত্রা করেছে শান্তিগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলার পশ্চিম পাগলা এলাকায় এ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকালে শ্রী শ্রী রামকৃষ্ণ জিউর আখড়া মন্দির (উপজেলার কেন্দ্রিয় রামকৃষ্ণ মন্দির) থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পাগলা-বীরগাঁও সড়ক হয়ে পাগলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পালপাড়ার রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় রামকৃষ্ণ মন্দিরে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হেকিম, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, নারী ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, পশ্চিম পাগলা ইউনিয়নের চেয়ারম্যান জগলুল হায়দার, প্রাক্তন ইউপি সদস্য ধীরেন্দ্র পাল ধীরু, রামকৃষ্ণ জিউর আখড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিবুল চক্রবর্তী, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সিতাংশু শেখর ধর সিতু, শান্তিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভূষণ তালুকদার ঝন্টু, সহ-সভাপতি রনধীর মজুমদার ছানা, ননী গোপাল দাশ, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব জয়ন্ত ব্যানর্জি, জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্টা অনিল দাশ, বিজয় তালুকদার, পীযুষ কান্তি দে, সভাপতি রনসিন্দু তালুকদার রন্টু, সহ-সভাপতি জয়ন্ত তালুকদার পুল্টন, সাধারণ সম্পাদক রনজিত সূত্রধর, যুগ্ম-সাধারণ সম্পাদক সমীরণ দাশ, দিলীপ দাশ, সুকুমার দাশ, সাংগঠনিক সম্পাদক সজীব দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক শৈলেন সূত্রধর, অর্থ সম্পাদক রাজীব কান্তি দে, প্রচার সম্পাদক জুয়েল দাশ প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করে গীতা সংঘ ও রামকৃষ্ণ জিউর আখড়া মন্দির পরিচালনা কমিটি।