অতিরিক্ত ডিআইজি ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম) এর পক্ষ থেকে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. খালেদ চৌধুরী।
রবিবার (১৯ জুন) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন, পূর্ব পাগলা ইউনিয়ন ও জয়কলস ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় তিন শতাধিক অসহায় মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, চিড়া, চাল ও ডাল। ত্রানসামগ্রী বিতরণের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ থানার এসআই আবু বকর, এস আই পার্ডন কুমার সিনহা প্রমুখ।