সুনামগঞ্জের শান্তিগঞ্জে পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। গত ৪ আগষ্ট সুনামগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলার গনিগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন।
সত্যতা নিশ্চিত করে ওসি আকরাম বলেন, ‘পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামকে সুনামগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে তাঁকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগের কয়েকজন সাবেক এমপি, দলীয় পদধারী নেতা ও দায়িত্বরত পুলিশ কর্মকর্তাসহ ৯৯ জনের নাম উল্লেখ করে এবং আরো ২০০ জনকে অজ্ঞাতনামা আসামী করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হাফিজ উদ্দিন নামের এক ব্যক্তি।