ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী করেছে শান্তিগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাগলা শত্রুমর্দনের শ্রী শ্রী রামকৃষ্ণ জিউর কেন্দ্রীয় আখড়া থেকে র্যালীটি বের হয়।
পরে র্যালিটি পাগলা-বীরগাঁও সড়ক হয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ও পাগলা বাজারের প্রধান প্রধান গলি প্রদক্ষিণ করে। এ সময় ভক্তিগীতি ও ভগবান শ্রী রামকৃষ্ণ নাম ছিলো ভক্তবৃন্দের মুখে মখে। র্যালীতে রাজনৈতিক ব্যক্তিরা ছাড়াও সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
র্যালীতে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসনান হোসেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, শান্তিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভূষণ তালুকদার ঝন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, পূজা উদযাপন বিষয়ক সম্পাদক কেশব চন্দ্র দেব, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ননী ভূষণ দাশ, সংগঠনটির সাবেক সভাপতি রনসিন্দু তালুকদার, জ্যোতির্ময় গোস্বামী, সাধারণ সম্পাদক রঞ্জিত সূত্রধর, সাংগঠনিক সম্পাদক সজীব চন্দ্র দাস গৌরাঙ্গ, রামকৃষ্ণ জিউর কেন্দ্রীয় আখড়া পরিচালনা কমিটির সভাপতি শিবুল চক্রবর্তী, হিন্দু কমিউনিটির প্রবীণ নেতা রনজিত পাল রনো, জয়ন্ত তালুকদার পুল্টন, ইউপি সদস্য প্রিয়বালা নাথ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পশ্চিম পাগলা ইউনিয়ন কমিটির সভাপতি ধীরেন্দ্র পাল ধীরু, সাংগঠনিক সম্পাদক সত্যেন্দ্র সূত্রধর সত্য, জন্মাষ্টমী উদযাপন পরিষদের আইন বিষয়ক সম্পাদক ললিত মোহন দাশ, গীতা সংঘের সভাপতি দুলু পাল ও সাবেক সভাপতি সজল সূত্রধর প্রমুখ।
সব শেষে, রামকৃষ্ণ আখড়ায় ভক্তিগীতি পরিবেশন ও প্রসাদ বিতরণ হয়।