সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন।
শুক্রবার (৫ আগষ্ট) সকাল ১১ টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। আনছার উদ্দিন ঘটনাস্থলে পৌঁছালে ক্ষতিগ্রস্তরা তাদের সব হারিয়ে নিঃস্ব হওয়ার করুণ ঘটনার বর্ণনা দিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
এসময় ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান আনছার উদ্দিন। তাদের এই ক্ষতি কাটিয়ে উঠতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। এছাড়া এলাকার বিত্তবানসহ সর্বস্তরের মানুষকে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে দরগাপাশা ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য উপহারস্বরুপ তুলে দেন। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্যাকেজের মধ্যে ছিল ২ লিটার সয়াবিন তেল, ৫ কেজি চাল, ৫ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ২ টি করে সাবান ও মসলা সামগ্রী।
এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান বাবুল, উপজেলা বিএনপি নেতা জুনাব আলী, গিয়াসুক মিয়া, আলাউদ্দিন, শিশু মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবদল সভাপতি ছালিক আহমেদ, সিনিয়র সহ,-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক শেখ শামসুদ্দিন,২ নং ওয়ার্ড যুবদল সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক কয়েস মিয়া, দরগাপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা জুয়েল চৌধুরী, ফটিক মিয়া, জাহান উদ্দিন, আবদুর রহমান রাজিব, কমরুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান পাপ্পু, তারেক রহমান প্রমুখ।