
আগামী ৩০ জুন শনিবার প্রথম দফায় সিলেটের তৃণমূল নেতাদের সঙ্গে বর্ধিত সভায় বসবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এ সভায় তিনি সিলেট বিভাগের ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের দলীয় বিষয়ে কথা বলবেন, তাদের পরামর্শ দেবেন এবং তাদের কথা শুনবেন।
সোমবার (২৫ জুন) সন্ধ্যায় আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
৩০ জুন সিলেট ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগের ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
এদিকে ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও খুলনা বিভাগের ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে আগামি ৭ জুলাই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।