আঞ্জুমানে আল ইসলাহ ইউকের উদ্যোগে ইস্ট ডিভিশনের তত্বাবধানে লুটন শাখার সার্বিক সহযোগিতায় হোমলেস এন্ড নিডি উইন্টার সাপোর্ট প্রজেক্টের আওতায় ব্ল্যাংককিট, স্লিপিংবেট ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে লুটন টাউনের টাউন সেন্টার এলাকায় অর্ধশত হোমলেস মানুষের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আঞ্জুমানে আল ইসলাহ’র সেন্ট্রাল ওয়েলফেয়ার সেক্রেটারি মিজান খাঁন, আঞ্জুমানে আল ইসলাহ ইস্ট ডিভিশন প্রেসিডেন্ট হাজী আব্দুস সালাম, আঞ্জুমানে আল ইসলাহ লুটন শাখার প্রেসিডেন্ট হাজী সিরাজ উদ্দিন খাঁন, আঞ্জুমানে আল ইসলাহর লুটন শাখার ভাইস প্রেসিডেন্ট আব্দুল আহাদ, ট্রেজারার দেওয়ান মঞ্জুর চৌধুরী, এসিসটেন্ট সেক্রেটারি সিহাব উদ্দিন প্রমুখ।
আঞ্জুমানে আল ইসলাহ লুটন শাখার প্রেসিডেন্ট হাজী সিরাজ উদ্দিন খাঁন জানান, প্রায় অর্ধশত মানুষের মধ্যে ব্ল্যাংককিট, স্লিপিংবেট ও খাদ্য বিতরণ করা হয়েছে। সমাজের অবহেলিত মানুষের জন্য আমাদের এমন উদ্যেগ আগামীতেও অব্যাহত থাকবে।