লিবিয়ার পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডবে অন্তত ২ হাজার লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ে উপকূলবাসীর শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া, দুটি পুরনো বাঁধ ভেঙে দারনা শহরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় দারনা শহর পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।
পূর্ব লিবিয়ার স্বঘোষিত সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদ জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে অন্তত ২ হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়া, হাজারখানেক লোক নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে দারনাকে বিপর্যস্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে।
লিবিয়ার সশস্ত্র বাহিনীর পূর্বাঞ্চলের মুখপাত্র আহমেদ এল-মোসমারি এক সংবাদ সম্মেলনে জানান, শুধুমাত্র দারনাতেই মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে।
সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ গাদ্দাফিকে হত্যা করার পর অস্থিতিশীল হয়ে পড়ে লিবিয়া। বর্তমানে দেশটি দুই ভাগে বিভক্ত হয়ে আছে। একটি পক্ষ পূর্ব দিকের; আরেকটি পক্ষ পশ্চিম দিকের অঞ্চলগুলো শাসন করছে। আর বিভক্তির কারণে বিপর্যস্ত অঞ্চলগুলোতে উদ্ধার অভিযান অনেক কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে।
সিলেট ভয়েস/এএইচএম