সিলেট নগরীর কুয়ারপার এলাকার লালাদিঘীতে পা পিছলে পড়ে পানিতে ডুবে দুটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত দুই শিশু হলো, লালা দিঘীর দক্ষিণ পাড়ের শাহজান মিয়ার কলোনির বাসিন্দা সেলিম মিয়ার মেয়ে তায়্যিবা আক্তার (৬) ও লালা দিঘীর পশ্চিম পাড়ের তোতা মিয়ার কলোনির বাসিন্দা মামুন মিয়ার মেয়ে হাবিবা আক্তার (৬)।
তাদের পরিচয় নিশ্চিত করেছেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুয়েল চৌধুরী।
জানা গেছে, রোববার (২৮ মে) বিকেল ৪টায় দুই শিশু দিঘীর পার ঘেঁষে হাটতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে যায়। সন্ধ্যা ৬টার দিকে দিঘীতে তাদের লাশ ভেসে উঠে। পরবর্তীতে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক বলেন, আজ সন্ধ্যায় পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, দিঘীরপারে অবাদে মানুষের চলাচল। পাশ দিয়ে যানবাহনও চলাচল করে। দিঘীর পাড়ে মানুষের নিরাপত্তার জন্য রেলিং বা সুরক্ষা দেওয়াল নির্মাণের জন্য দীর্ঘদিন থেকে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে বলেছি, কিন্তু তিনি এলাকার প্রভাবশালীদের কথা শুনে নিরাপত্তার জন্য কোন উদ্যোগ নেননি।
তিনি আরো বলেন, কয়েকদিন আগে একটি মাইক্রোবাস পড়ে যায়, রেলিং বা নিরাপত্তা বেষ্টনী না থাকার কারণে প্রায়ই যানবাহন দিঘীতে পড়তে দেখা যায়। আজ দুইটি নিষ্পাপ শিশু মারা গেলো দিঘীতে পড়ে।