লাখাইয়ে তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিম এবং নারায়ণগঞ্জের শাওন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাঠিহারা চকবাজারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি ডা. আক্তার আহাদ চৌধুরী স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলামের উপস্থাপনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি.কে গউছ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো. নুরুল ইসলাম, এনামুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সেতু, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম কাইছার, মহিলা দল নেত্রী পান্না।
বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য তাজুল ইসলাম মোল্লা তাজ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মোত্তালেব খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দীন আহম্মেদ, লাখাই যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও লাখাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আরিফ আহম্মেদ রুপম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান সাচ্চু, উপজেলা কৃষকদল সভাপতি বুলবুল আহমেদ, উপজেলা জাসাসের সভাপতি তাফাজ্জুল হক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিয়া মো. লায়েছ, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব মাহবুবুল আলম মালু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ফখরুল ইসলাম, সদস্য সচিব আহম্মেদ আজম প্রমুখ।
সভায় প্রধান অতিথি জি.কে গউছ বলেন- আন্দোলনের মাধ্যমে দেশের ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধ সরকারের কবল থেকে মুক্ত করা হবে। শেখ হাসিনা সরকারের পাতানো নির্বাচনে বিএনপি কখনও অংশ নিবে না। আওয়ামী লীগের দুঃশাসন থেকে দেশের জনগণ মুক্তি চায়। মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না।