বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরিচালিত অভিযানে উদ্ধারকৃত ৪টি বক ও ২টি ঘুঘু পাখি অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে হবিগঞ্জ-লাখাই সড়কে অভিযানকালে হবিগঞ্জ সদর উপজেলার ধল এলাকায় পাখি শিকারীরা পাখি বিক্রির সময় ৪টি বক এবং ২টি ঘুঘু পাখি উদ্ধার করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত বক ও ঘুঘু পাখিগুলো স্থানীয় বুল্লাবাজার সংলগ্ন পুকুরপাড়ে অবমুক্ত করা হয়।
অবমুক্তকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী, হবিগঞ্জ পরিবেশ আন্দোলন (হপা) লাখাই কমিটির সভাপতি মো. বাহার উদ্দীন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, মোজাম্মেল হক, বন বিভাগের জিয়াউল হক রাজু, অনুরঞ্জন অধিকারী ও পিপলু দেবসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, বন্যপ্রাণী আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের প্রতি সদয় আচরণ করতে হবে এবং তাদের রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।