লাখাইয়ে কমিউনিটি পুলিশিং ডে পালন

হবিগঞ্জের লাখাইয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে র‍্যালির মাধ্যমে এ আয়োজন শুরু হয়।

এরপর থানা প্রাঙ্গণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (এসআই) ফজলে রাব্বির সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু।

শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাওলানা মহিবুর রহমান ও গীতা পাঠ করেন বিরাজ চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) চম্পক দাম।

আলোচনা সভায় অংশ নেন, ডা. শামীম আহমেদ চৌধুরী, জেলা পরিষদের সদস্য মনিরুল আলম জসিম, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদুর রহমান ফুরুক, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, মোড়ামুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল, লাখাই প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ, বীর মুক্তিযোদ্ধা কেশবচন্দ্র রায়, ফজলে এলাহী ফরহাদ, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, হপবিস’র সাবেক পরিচালক আব্দুল মতিন, পুলিশ পরিদর্শক (এসআই) নুরুল বশর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ রেজা উদ্দিন দুলদুল, শ্রমিক নেতা আলী রহমান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শরিফুল আলম রনি, ইউপি সদস্য শাহনেওয়াজ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, লাখাইয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেকোনো সময়ের তুলনায় ভালো। এ অবস্থার আরও উন্নয়নের জন্য সকলের নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। উপজেলার প্রতিটি ইউনিয়নে কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করে একে আরও বেগবান করতে হবে।