লাখাইয়ে বিশ্ব ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।
সেমিনারে আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, পজীপ কর্মকর্তা কে এম এ শাহেদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, থানা পুলিশের প্রতিনিধি উপ পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস, লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ প্রমুখ।
সভায় বক্তাগন বলেন, আমরা সকলেই প্রকারান্তরে ভোক্তা। ভোক্তাদের যে কোন পণ্য ক্রয়কালে এর সঠিক ওজন, পণ্যের উৎপাদনের তারিখ, গুণগতমান যাচাইপূর্বক পণ্য সামগ্রী ক্রয় করতে হবে।
আরও বলেন, খোলা ও মোড়কবিহীন পণ্য ক্রয়ে ভোক্তাদের সতর্কতা অবলম্বন করতে সচেতনতার বিকল্প নেই। এ আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।