লাখাইয়ে ভূমি সপ্তাহে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

লাখাইয়ে ভূমি সপ্তাহ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত নানা কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ভূমি অফিস আয়োজিত ভূমি সপ্তাহ- ২০২৪ এ ” স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক ” এ প্রতিবাদ্যকে সামনে রেখে বুধবার (১২ জুন) উপজেলার বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বেসিক ভূমি বিষয়ক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

কুইজ প্রতিযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান শিক্ষার্থীদেরকে স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক বিষয়ের উপর বিভিন্ন প্রশ্ন উত্তর এর মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভূমি সেবা ভূমি সংক্রান্ত বিষয়ে সাধারণ ধারণা দেন এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের কে প্রশ্নের মাধ্যমে তিন জন প্রতিযোগী শিক্ষার্থী বিজয়ী হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ।

কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী, সহকারী শিক্ষক গোলাম সারোয়ার ভুঁইয়া, ভূমি অফিস এর সার্ভেয়ার আহাম্মদ আলী, লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ প্রমুখ।

কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা হলেন, আরিনা চৌধুরী, মাহিয়া খানম ও স্বপ্না আক্তার।