লাখাইয়ে আলোচিত বুধলাল দাস হত্যা মামলার প্রধান আসামি বাবুলসহ ২ জনকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানা পুলিশের সহযোগিতায় পতেঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজন হলেন, লাখাইয়ের চরগাঁও গ্রামের মৃত জবান উল্লার ছেলে বাবুল মিয়া (৪৫) ও বাবুল মিয়ার ছেলে আব্দুল করীম (২২)।
শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় লাখাই থানা কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে ওসি মো. আবুল খায়ের বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্সসহ একটি টিম অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে বুধ লাল দাস হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি বাবুল মিয়া ও তাঁর পুত্র আব্দুল করীমকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে রবিবার (১৪ জানুয়ারি) হবিগঞ্জ জেলা সদরে বিজ্ঞ আদালত প্রেরণ করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন লাখাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত চম্পক দামসহ লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মো. বাহার উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদসহ সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি দিবাগত রাতে ভরপূর্নী গ্রামে মেলা থেকে বাড়ী ফেরার পথে কাঠালকান্দি মাঠের পূর্ব উত্তরে বাবুল মিয়া গং আসামীগণ বুধ লাল দাসকে হত্যা করে। এ ঘটনায় শুক্রবার থানায় মৃতের স্ত্রী জয়মালা রাণী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।