লাখাইয়ে প্রধানমন্ত্রী কর্তৃক বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সভা

লাখাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সিং মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে সভার আয়োজন করে লাখাই উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে আয়োজিত সভা মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগ এর সহসভাপতি এম এ মতিন, বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিয়া, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন প্রকল্প এবং কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে সরাসরি সম্প্রচার অনুষ্ঠান লাখাই উপজেলা পরিষদ সভাকক্ষে বসে দেখার আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ৯৭ হাজার ৪৭১ কোটি টাকা ব্যয়ে ২৪ টি মন্ত্রণালয়ের ১৫৭ টি প্রকল্প এবং ৪৬৪৪টি অবকাঠামোর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এছাড়াও ১১টি জেলার ৪৩৯৭ টি গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন যার মাধ্যমে সারাদেশে ৩২টি জেলার ৩৯৪ টি উপজেলাকে ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা করেন।