লাখাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজন্মের প্রতিধ্বনি’র উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও ঈদপূর্নমিলনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুলাই) বিকাল ৩টায় লাখাই বামৈ বি.কে উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ‘প্রজন্মের প্রতিধ্বনি’র উপদেষ্টা আব্দুল আওয়াল ভূইয়া।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার আলম ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খ্যাতিমান চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ গবেষক ও স্পাইন সার্জন অধ্যাপক ডা. কামরুল আহসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, নারী ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, বামৈ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, সাবেক ভাইস চেয়ারম্যান এস.আর.তালুকদার শাহীনুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ রেজা উদ্দিন দুলদুল, বামৈ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুল আলম মাহফুজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সামছুদ্দিন আহমেদ।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মনিরুল আলম লস্কর। স্বাগত বক্তব্য রাখেন প্রজন্মের প্রতিধ্বনি লাখাই সংগঠনের সহসভাপতি জহুরুল ইসলাম মিলন।
বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মো. বাহার উদ্দিন, সংগঠনের প্রচার সম্পাদক সাবাল আহমেদ জনি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তানিয়া চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট নেছার আহমেদ, এডভোকেট মাহমুদুল হাসান কাওছার প্রমুখ।
সভায় প্রধান অতিথি অধ্যাপক ডা. কামরুল আহসান বলেন, অরাজনৈতিক সামাজিক সংগঠন প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ে আর্তমানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে। সেবামূলক কার্যক্রমের জন্য তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আমেরিকা প্রবাসি রেজাউল আজাদ ভূইয়াসহ কমিটির সকল সদস্যদের ভূয়সী প্রশংসা করেন। এসময় তিনি সেবামূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতা ও তহবিল গঠনের জন্য ১ লক্ষ টাকা অনুদান এর ঘোষণা দেন।
তিনি বলেন, শিক্ষা ব্যতীত লাখাই সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষার গুনগতমান উন্নয়নে কাজ করতে হবে। লাখাইয়ে দরিদ্রদের চিকিৎসায় তাঁর নিজস্ব উদ্যোগে হাসপাতাল প্রতিষ্ঠা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।