
ঘুষ-দুর্নীতি-লুটপাট নির্মূল ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভোটাধিকার এবং গণতন্ত্র নিশ্চিত করার দাবীতে লাখাইয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শনিবার (২৭ মে) বিকেলে ৩টায় উপজেলার বুল্লা বাজার চৌরাস্তায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড পিযুস চক্রবর্তী। এতে বক্তব্য রাখেন কমরেড আজমান আহমেদ, কমরেড রঞ্জন রায়, সিনিয়র নেতা চৌধুরী মহিবুর নুর ইমরানসহ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ঘুষ দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে হবে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এ লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।