টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লাখাইয়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে রোপা আমনের বীজতলা সহ ৭ হেক্টর জমি পানিতে নিমজ্জিত হয়েছে।
রোপা আমন ধানের জমি ও বীজতলা নিমজ্জিত হয়ে পড়ায় এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় এলাকার কৃষকরা পড়েছেন শঙ্কায়। ভারী বৃষ্টিপাতের ফলে আগাম শাক-সবজির ব্যাপক ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, টানা ভারী বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতায় ৫ হেক্টর সদ্য রোপণ করা রোপা আমনের জমি ও ২ হেক্টর বীজতলা নিমজ্জিত হয়েছে। ক্ষতি সাধন হয়েছে ২ হেক্টর এর বেশি আগাম শাক-সবজির জমি।
এদিকে হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে পড়ায় কৃষকের শঙ্কা বাড়ছে। খোয়াই নদীর পানি সরাসরি লাখাইয়ে আঘাত করলে এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে বীজতলা রক্ষা পাবে কি-না এ নিয়েও চিন্তিত কৃষকরা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন, বুধবার সকাল পর্যন্ত ৫ হেক্টর রোপা আমন ও ২ হেক্টর বীজতলা নিমজ্জিত হওয়ায় তথ্য পাওয়া গেছে। আগাম সবজির ক্ষতি সাধন হয়েছে ২ হেক্টর জমি। তবে এখন পর্যন্ত যে জমির রোপা আমন ও বীজতলা নিমজ্জিত হয়েছে তা ভারী বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতায়। বৃষ্টি থেমে গেলে তেমন কোন ক্ষতির সম্ভাবনা নেই।