পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি বলেছেন এমসি কলেজ ১৯৬৭-১৯৬৯ ব্যাচ এর শিক্ষার্থীদের প্রকাশনা ‘রোমন্থন’ আমাকে উৎসাহিত এ ধরনের উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করেছে। ‘রোমন্থনে’ পুরনো শিক্ষার্থীরা তাদের তথ্য ভান্ডার থেকে বিভিন্ন বিষয়ে যে প্রবন্ধগুলো লিখেছেন তাতে নতুনরা অনুপ্রাণিত হবে জ্ঞানে সমৃদ্ধ হবে।
শনিবার (১১ জুন) বিকালে কলেজ ক্যাম্পাসে ১৯৬৭-১৯৬৯ ব্যাচ এর শিক্ষার্থীদের প্রকাশনা ‘রোমন্থন’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
কলেজ অধ্যক্ষ সালেহ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট কথাসাহিত্যিক ড. সৈয়দ মন্জুরুল ইসলাম। বিশেষ অতিথি প্রফেসর আব্দুল আজিজ এর লিখিত বক্তব্য পাঠ করেন তার মেয়ে সুমনা আজিজ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আহমেদ মোস্তাক রেজা চৌধুরী। মোড়ক উন্মোচন শেষে ধন্যবাদ বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুর রকিব।
উল্লেখ্য, ড. আহমদ আল কবির, মোহাম্মদ আব্দুর রকিব, সৈয়দ নাজমুল হোসেইন, পিযুশ কে চৌধুরী, লুৎফুল কবির, আহমদ মোস্তাকিন রাজা চৌধুরী, রেজিনা চৌধুরী আলম, মতি লাল দেব রায় এর সম্পাদনায় এমসি কলেজ ১৯৬৭-১৯৬৯ ব্যাচ এর ‘রোমন্থন’ প্রকাশিত হয়।