
বছরের বেশিরভাগ সময় সার্জিও রামোস ও ক্রিস্টিয়ানো রোনালদো একসাথেই থাকেন। দুজনেই খেলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে। কিন্তু বিশ্বকাপে দু’জনই আজ (শুক্রবার) পরস্পরের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবেন। সেজন্য এখন সতীর্থই যেন তার সেরাটা দিতে না পারে সে প্রত্যাশা করছেন রামোস।
শুক্রবার (১৫ জুন) বিশ্বকাপের বি গ্রুপের লড়াইয়ে মুখোমুখি হবে রামোসের স্পেন ও রোনালদোর পর্তুগাল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রামোস জানালেন, তিনি চাইছেন রোনালদো যেন সেরাটা দিতে না পারেন।
স্পেন ডিফেন্সের বড় ভরসা রামোস বলেন, “আমি কখনোই তাকে (রোনালদো) আমার দলের বিপক্ষে দেখতে চাই না। আমি জানি সে আক্রমণে কতোটা বিপজ্জনক। ও গেলো মৌসুম দারুণভাবে শেষ করেছে। শুধু রোনালদোই নন, তার পুরো পর্তুগাল দলই দারুণ ছন্দে আছে।”
রামোস যোগ করেন, “ম্যাচ নিয়ে আমরা বিশেষ চাপ নিচ্ছি না। একজন সাধারণ ফুটবল ভক্তের মতোই ম্যাচটি দেখতে চাই। আশা করি, রোনালদো তার সেরাটা দিতে পারবে না।”
এবারের বিশ্বকাপের দুই জোড়ালো দাবিদার স্পেন-পর্তুগালের হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে শুক্রবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ১২টায়।