শেষার্ধের পাঁচ গোলের থ্রিলার জিতে শুভসূচনা করলো রোনালদোর পর্তুগাল। তবে সামান্যের জন্য সমতার শঙ্কা কাটায় জয়ী এ দলটি।
দুই অর্ধের পার্থক্যটা যেন আকাশ আর পাতালের! শুরুর অর্ধে যেখানে মাথাকুটে মরেছে স্টেডিয়াম ৯৭৪, সেখানে দ্বিতীয়ার্ধ দেখল ৫টি গোল! সেই লড়াইয়ে ঘানাকে ৩-২ ব্যবধানে হারিয়ে কাতার বিশ্বকাপে শুভসূচনা করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।
খাতা-কলমে বিশ্বকাপের সবচেয়ে দুর্বল দলগুলোর একটি ঘানা। বিশ্বকাপে খেলা দলগুলোর মধ্যে র্যাংকিংয়ের সবচেয়ে নিচে তারা (৬০), অন্যদিকে পর্তুগালের অবস্থান ৯ নম্বরে। তারপরও রোনালদোদের ভয়ই পাইয়ে দিয়েছিল ঘানা। স্টেডিয়াম ৯৭৪ এ রাত ১০টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে লিড নেয় পর্তুগাল। আট মিনিট পরেই সমতা, ঘানার পক্ষে গোল করেন আন্দ্রে আয়া। এরপর ৭৮ ও ৮০ মিনিটে গোল করেন জোয়াও ফেলিক্স ও রাফায়েল লিয়াও। ৩-১ লিডে স্বস্তি ফেরে পর্তুগিজ শিবিরে। কিন্তু ৮৯ মিনিটে ফের ব্যবধান কমান ঘানার ওসমান বুকারি। আবারও উত্তেজনা ছড়ায় ম্যাচে। শেষ পর্যন্ত অবশ্য সব শঙ্কা উড়িয়ে ঘানাকে ৩-২ গেলে হারিয়েছে পর্তুগাল।
এদিন দারুণ এক রেকর্ডও করে ফেলেছেন ক্রিস্টিয়ানো। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার নজির গড়েছেন তিনি।
ম্যাচের শুরুতে প্রথম থেকেই বলের দখল পর্তুগালের হাতে। দুই প্রান্ত ধরে আক্রমণে যায় তারা। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি। প্রথম কয়েক মিনিটে তেমন সক্রিয় হতে দেখা যায়নি রোনালদোকে।
১০ মিনিট প্রথম সুযোগ পান সিআর সেভেন। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। ১২ মিনিটে আবার গোল করার সুযোগ পান তিনি। এ বার হেডে। কিন্তু ঠিক জায়গায় বল লাগাতে পারেননি। তাই পোস্টের বাইরে দিয়ে বল বেরিয়ে যায়। ৩১ মিনিটে ঘানার গোলে বল জড়ান রোনালদো। কিন্তু ফাউলের কারণে সেই গোল বাতিল করেন রেফারি। ০-০ স্কোর নিয়ে শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পরও একের পর এক আক্রমণে যায় পর্তুগাল। ম্যাচে রোমাঞ্চ ছড়ায় ৬০ মিনিটের পর। ডি-বক্সে রোনালদোকে ফাউল করলে পেনাল্টি পায় পর্তুগাল। সেখান থেকে গোল করতে ভুল করেননি রোনালদো।
ঠিক আট মিনিটের মাথায় সমতায় ফেলে ঘানা। পর্তুগালের গোলের জবাব দিলেন ঘানার আন্দ্রে আয়া। ৭৯ মিনিটে ফার্নান্দেজের অ্যাসিস্টে দুর্দান্ত গোল করেন জোয়াও ফেলিক্স। ২ মিনিট পর ব্যবধান ৩-১ করেন রাফায়েল লিয়াও। অ্যাসিস্টে আবারও ফার্নান্দেজ।
৩-১ গোলের লিডে স্বস্তি ফেলে পর্তুগিজ শিবিরে। তবে তা স্থায়ী হয় মাত্র ১০ মিনিট। ম্যাচের ৮৯ মিনিটে গোল করেন বদলি হিসেবে নামা ঘানার স্ট্রাইকার ওসমান বুকারি। চাপ বাড়ে পর্তুগালের ওপর। ৯০ মিনিটের খেলা শেষে অতিরিক্ত ৯ মিনিট সময় দেওয়া হয়েছে। ইনজুারি টাইমের শেষদিকেও বার কয়েক পর্তুগালের রক্ষণে হানা দেয় ঘানা। তবে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয়ে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।