রিয়ালকে জেতালেন বেনজেমা

ইনজুরির কারণে বিশ্বকাপ খেলতে পারেননি করিম বেনজেমা। শেষ মুহূর্তে সুস্থও হয়েছিলেন। দলে থাকার পরও তাকে আর বিশ্বকাপে খেলার সুযোগ দেননি ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। ক্ষোভে দুঃখে বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই জানিয়ে দিয়েছিলেন তিনি।

তবে এসব কিছুই যে বেনজেমার পারফরম্যান্সে চাপ ফেলেনি তা রিয়ালের হয়ে প্রথম মাঠে নেমেই বুঝিয়ে দিলেন সর্বশেষ ব্যালন ডি’অর বিজয়ী ফুটবলার। বিশ্বকাপের বিরতির পর স্প্যানিশ লা লিগায় প্রথম মাঠে নেমেই জোড়া গোল করলেন করিম বেনজেমা। তার জোড়া গোলেই রিয়াল ভায়াদোয়িদের মাঠে গিয়ে ২-০ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ।

এই জয়ের ফলে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো রিয়াল। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৩৮। ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে এখন বার্সেলোনা। আজ এস্পানিওলকে হারাতে পারলেই পূনরায় শীর্ষে উঠে যাবে বার্সা।

রিয়াল ভায়দোয়িদের মাঠে খেলতে নেমে গোলের দেখাই পাচ্ছিল না কার্লো আনচেলত্তির শিষ্যরা। স্বাগতিকদের ডিফেন্স ভাঙাই যেন অসম্ভব হয়ে পড়েছিলো তাদের জন্য। ম্যাচের ৮৩ মিনিট পার হওয়ার পর অবশেষে গোলের দেখা পায় লজ ব্লাঙ্কোজরা। ৮৩তম মিনিটে রিয়াল ভায়াদোয়িদের গোলের তালা ভাঙ্গেন করিম বেনজেমা।

৮৩তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। রিয়ালের অব্যাহত আক্রমণ ঠেকাতে গিয়ে নাভিঃশ্বাস ওঠে রিয়াল ভায়াদোয়িদের। এমনই এক মুহূর্তে ডি বক্সের মধ্যেই হাত দিয়েই বল ঠেকান হাভি সানচেজ। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক নেন বেনজেমা। এই এক স্পট কিকেই ৮৩ মিনিট ধরে গড়ে তোলা প্রতিরোধ ভেঙে যায় রিয়াল ভায়াদোয়িদের।

এর মাত্র ৬ মিনিট পর আবারও গোল। ম্যাচের ৮৯তম মিনিটে একেবারে ফাঁকায় দাঁড়িয়ে থাকা বেনজেমা বল পেয়ে যান। এডুয়ার্ডো কামাভিঙ্গার কাছ থেকে বলটি পেয়ে অসাধারণ এক শটে ভায়াদোয়িদের জালে বল জড়িয়ে দেন বেনজেমা।

ম্যাচ শুরুর আগে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। বৃহস্পতিবার রাতে যিনি ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনালদো এ সময় রিয়াল মাদ্রিদের গ্যালারিতে অবস্থান করছিলেন।