রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কিশোরগঞ্জের মিঠামইনের গ্রামের বাড়িতে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) অতিথি হয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে হাওরের ২৩ জাতের মাছ আর অষ্টগ্রামের বিখ্যাত পনির দিয়ে আপ্যায়ন করা হবে। সঙ্গে থাকবে মুরগি, হাঁস, খাসি ও গরুর মাংস। থাকবে নানা জাতের পিঠা।
এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির বড় ছেলে স্থানীয় সংসদ সদস্য মো. রেজওয়ান আহাম্মদ তৌফিক। তিনি বলেন, বড় মাছের মধ্যে থাকবে আইড়, রুই, কাতলা, বোয়াল, চিতল ইত্যাদি।
খাবারের আয়োজন করেছেন বঙ্গভবনের বাবুর্চি ও পরিবারের নারীরা। প্রধানমন্ত্রীকে নিজ বাড়িতে স্বাগত জানাতে এক দিন আগেই সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে মিঠামইন পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সঙ্গে আছেন তার স্ত্রী রাশিদা হামিদসহ পরিবারের সদস্যরা।