বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষক রাণা কুমার সিনহাকে সম্মাননা জানাল বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘রবিরশ্মি’।
গত ৩ নভেম্বর ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা তুলে দেন রবিরশ্মির সভাপতি মোখলেস আলম।
রবিরশ্মির রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত “কী হেরিলাম হৃদয় মেলে” শীর্ষক দুইদিনব্যাপি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রবিরশ্মির পরিচালক বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অধ্যাপক মহাদেব ঘোষ।
ড. শাহাদৎ হোসেন নিপু ও শাশ্বতী মাথিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ বিশিষ্ট শিল্পীরা রবীন্দ্রসংগীত নিবেদন করেন।
প্রসঙ্গত, রাণা কুমার সিনহা দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে সিলেটে রবীন্দ্র সংগীত শিক্ষার অন্যতম প্রখ্যাত প্রতিষ্ঠান আনন্দলোক পরিচালনা করে আসছেন।