উপসচিব পদ থেকে যুগ্মসচিব পদে ২২১ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ছয়জন বিদেশে বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে কর্মরত। বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচকে বিবেচনায় নিয়ে এ পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র ই-মেইল sa1@mopa.gov.bd এ পাঠাবেন। যোগদানের তারিখ থেকে পদোন্নতিপ্র্রাপ্তরা বেতন ভাতা পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বিসিএস ২২তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ২৮২ জন। তাদের মধ্যে ১৮৭ জন পদোন্নতি পেয়েছেন। বঞ্চিত ৯৫ জন। সর্বশেষ গত বছরের নভেম্বরে ১৭৫ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়।
সিলেট ভয়েস/এএইচএম