যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্য আইওয়ার একটি স্কুলে বৃহস্পতিবার হ্যান্ডগান ও শটগান হাতে থাকা কিশোরের গুলিতে এক শিক্ষার্থী নিহত ও পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এএফপির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে এ বন্দুক হামলা হয়, যার খবর পেয়ে জরুরি পরিস্থিতির যান ও সশস্ত্র ইউনিট নিয়ে পেরি হাই স্কুলে ছুটে যায় পুলিশ। হামলার পর স্কুলটিতে ক্লাস বন্ধ ছিল।
আইওয়ার অপরাধ তদন্ত বিভাগের সহকারী পরিচালক মিচ মর্টভেদত জানান, গুলিতে প্রাণ হারানো শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে পড়ত, যার বয়স ১১ থেকে ১২ বছর হতে পারে। সে নাশতার কোনো কর্মসূচির অংশ হিসেবে স্কুলে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ১৭ বছর বয়সী কিশোরের হামলায় আহত পাঁচজনের মধ্যে চার শিক্ষার্থী ও স্কুলের এক প্রশাসক রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্কুলে বিস্ফোরকদ্রব্য পেয়ে তা নিষ্ক্রিয় করেছে।
হামলাকারীর বিষয়ে আইওয়ার অপরাধ তদন্ত বিভাগের সহকারী পরিচালক জানান, ওই কিশোর দৃশ্যত নিজের গুলিতে আহত হয়েছে।