যুক্তরাজ্যের লুটনে নানা কর্মসূচির মাধ্যমে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে লুটনের সিওয়াইএসডি হল রুমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন কমিটি ও সেন্টার ফর ইয়ুথ অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন কমিটি লুটনের চেয়ারম্যান মোহাম্মদ আলী মজনু।
সংগঠনের সাধারণ সম্পাদক ফজিলত খানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, বাংলাদেশি বংশোদ্ভূত স্কটল্যান্ডের এমপি ফয়সল হোসেন চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি শাহ আবু নাসের, কোষাধ্যক্ষ ছোট মিয়া, সদস্য লকলু চৌধুরী, শামছুল আলম মাখন ও মোস্তাফিজুর রহমান চৌধুরী।
আলোচনা সভা শেষে গান, নৃত্য ও কবিতা আবৃত্তি করেন স্থানীয় সংস্কৃতিকর্মীরা। নতুন প্রজন্মকে বাংলা ভাষার প্রতি আগ্রহী করে তুলতে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় আয়োজকদের পক্ষ থেকে।
পরে একুশের প্রথম প্রহরে লুটন শহিদমিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন কমিটি ও সেন্টার ফর ইয়ুথ অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্টের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন কমিটি লুটনের চেয়ারম্যান মোহাম্মদ আলী মজনু জানান, প্রবাসে বসবাস করা নতুন প্রজন্মকে উৎসাহিত করতে এ ধরণের উদ্যেগ নেওয়া হয়েছে।