মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী এমএম শাহীনের পর আসনের ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী একেএম শফি আহমদ সলমান।
রবিবার (৭ জানুয়ারি) ভোট গ্রহণ শেষ হবার ঘন্টাখানেক আগে তিনি কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে যাবার ঘোষণা দেন।
সালমানের অভিযোগ, উপজেলার প্রায় সবকটি কেন্দ্রই দুপুরের পর থেকে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা দখলে নিয়ে জালভোট প্রদান করেন। আর এহেন অনিয়মে তাদের সহায়তা করে প্রশাসন। এসময় কেন্দ্র থেকে অন্যান্য প্রার্থীর পোলিং এজেন্ট বের করে দেয়া হয়। এসময় রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। এজন্য আমি নির্বাচন বর্জন করছি।
একেএম শফি আহমদ সলমান আরও বলেন, এটি একটি পাতানো নির্বাচন। ভোট ডাকাতির নির্বাচন। আমি মনেপ্রাণে ঘৃণা ভরে এই নির্বাচন প্রত্যাখান করি। এটি সরাসরি ভোট ডাকাতির নির্বাচন। কুলাউড়ায় হাজার হাজার বগিরাগত এনে একযোগে ভোট ডাকাতি করা হয়েছে।
এর আগে একই অভিযোগে বিকাল তিনটার দিকে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেন এমএম শাহীন।