সিলেট সিটি করপোরেশন অন্তর্ভুক্ত মেজরটিলা ও খাদিমপাড়ার খিদিরপুরে আড়াইশ’ উপকারভোগীদের মাঝে কাতার রেড ক্রিসেন্টের সহায়তায় ত্রাণ বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট।
মঙ্গলবার (০৯ আগস্ট) বিকালে সিসিকের নবগঠিত ৩৫নং ওয়ার্ডের মেজরটিলাস্থ মোহাম্মদপুর এলাকার লন্ডন গ্রেয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের আজীবন সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং ৪নং খাদিমপাড়া ইউপি’র বর্তমানে সিসিক’র নতুন ওয়ার্ড খিদিরপুর গ্রামে সাবেক চেয়ারম্যান নজরুর ইসলাম বেলালের সভাপতিত্বে পৃথকভাবে এসব ত্রাণ বিতরণ করা হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় পরিচালনা বোর্ডের সদস্য মস্তাক আহমদ পলাশ।
রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং সাবেক যুব মো. নাজিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল, কার্যকরী কমিটির সদস্য সোয়েব আহমদ।
মেজরটিলার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থার সভাপতি মঞ্জুর আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের আজীবন সদস্য ডা. বাহার উদ্দিন বাহার, আহমেদ মানিক, সাংবাদিক আতিকুর রহমান নগরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা সেলিম আহমদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী রোকেয়া বেগম, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান পংকীসহ স্থানীয় যুব সমাজ।