
আসন্ন সিলেট সিটি নির্বাচনকে সামনে রেখে ২০নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মিঠু তালুকদারের পক্ষে সোমবার (২৫ জুন) রাতে নগরীর ২০নং ওয়ার্ডের শিবগঞ্জ এলাকায় গণসংযোগ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক এড. রঞ্জিত সরকার।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম. সামাদ আহমদ, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদুর রহমান চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু।
এছাড়া আরো উপস্থিত ছিলেন- সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ খান, জেলা যুবলীগ নেতা ফরিদ আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সঞ্জয় চৌধুরী সহ বিপুল সংখক যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।